শক্তিবান ন্যাপথ্যালিক এসিটিক এসিড

 শক্তিবান ন্যাপথ্যালিক এসিটিক এসিড


 শক্তিবান এ বিশেষ রুট হরমোন এনএএ (Napthylic Acetic Acid) বিদ্যমান।

      
ব্যবহারের উপকারিতাঃ

  • প্রতিকূল কৃষিজ পরিবেশ যেমন অতি শীত বা অতি খরা, শৈত্যপ্রবাহ, লবণাক্ততা, জলাবদ্ধতা ইত্যাদি পরিবেশে ও গাছের খাদ্য গ্রহণের উপযোগী শিকড় বিস্তারে সাহায্য করে বিধায় সহজে গাছ মরে না
  • ফসলগাছ দৃঢ়ভাবে বেড়ে উঠে। ফলে ঝড় বৃষ্টিতে সহজেই গাছ হেলে বা ভেঙ্গে পড়ে না।
  • চারা শুরুতেই শক্তিশালী হয়ে গাজায় এবং শিকড়ের সংখ্যা স্বাভাবিক অপেক্ষা অনেকগুন বেশি ও দীর্ঘ হয়। 
  • ফসল মাটি থেকে অধিক খাদ্য গ্রহণ করে, তাই ফলন বৃদ্ধি পায়।
  • সঠিক সময়ে বীজের অংকুরোদগম হতে সহায়তা করে।
  • বিভিন্ন মূল জাতীয় ফসল, যেমন: পান, আলু, রসুন, পিঁয়াজ, আদা, হলুদ, গাজর, মুলা ইত্যাদির কোষ বিভাজন ত্বরান্বিত করে ফলন বৃদ্ধি করে।
  • ফুল ও ফল ঝরা রোধ করে সঠিক সময়ে পরিপক্ক হতে সহায়তা করে।
  • অধিক ফলন ও গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে।

প্রয়োগ পদ্ধতিঃ

  • ইস্পাহানি শক্তিবান জমি তৈরীর সময় শেষ চাষে অন্যান্য সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে।   
  • ফল গাছের ক্ষেত্রে গোড়ায় বা গর্তে প্রয়োগ করতে হবে।

No comments

Powered by Blogger.