বলবান প্যাকলোবিউট্রাজল
ইস্পাহানি বলবান- ইহা একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর (পিজিআর)। প্রতি লিটার বলবান এ ২৫০ গ্রাম প্যাকলোবিউট্রাজল আছে। নিয়মানুযায়ী প্রয়োগের ফলে শিকড় দ্বারা শোষিত হয়ে ডগা ও কান্ডে পৌছায়।
ব্যবহারের উপকারিতাঃ
- বলবান ২৫ এস সি আম গাছের পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট্য পরিবর্তন করে প্রতি বছর ফুল ও ফল ধারণে সহায়তা করে।
- মুকুল ও গুটির ঝরে পড়া রোধ করে।
- গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- আমের গুণগতমান বাড়ায় এবং ১৫-২৫ শতাংশ ফলন বৃদ্ধি করে।
প্রয়োগের সময়ঃ
আম সংগ্রহের ৭০-৭৫ দিন পর অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করে বলবান প্রয়োগ করুন।
প্রয়োগমাত্রাঃ ১২-১৫ বছর বয়সি গাছে ৩ মিলি, ১৬-২৫ বছর বয়সি গাছে ৫ মিলি, ২৬-৫০ বছর বয়সি গাছে ৫-৮ মিলি হারে প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে।
প্রয়োগের পদ্ধতিঃ গোড়া হতে ৪ ফুট দূরে গাছের চারপাশের্^ ৪ ইঞ্চি চওড়া ও ৫-৬ ইঞ্চি গভীর গোলাকার নালা তৈরি করে উল্লেখিত মাত্রা অনুযায়ী ইস্পাহানি বলবান প্রয়োগ করতে হবে। ব্যবহারের পর গাছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও পানি দিতে হবে।
সতর্কতাঃ
- ১২ বছরের কম এবং ৫০ বছরের বেশি বয়সি গাছে কিংবা রোগাক্রান্ত ও দুর্বল গাছে ব্যবহার করা যাবে না।
- অন্য রাসায়নিকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না।
সংরক্ষণঃ ঠান্ডা ও শুষ্ক স্থানে, শিশুদের নাগালের বাইরে রাখুন।
No comments