শক্তি চিলেটেড জিংক

শক্তি চিলেটেড জিংক

চিলেটেড জিংক, গাছের একটি অণুখাদ্য। শক্তি চিলেটেড জিংক- এতে ১০০ ভাগ গাছ কর্তৃক গ্রহনীয় ১০-১২% সক্রিয় উপাদান জিংক বিদ্যমান। চিলেটেড জিংক ফসলের বৃদ্ধি ও উৎপাদন ক্ষমতা বাড়ায়। চিলেট ও জিংকের সমন্বয়ে বিশুদ্ধতম জিংক তৈরী হয় যা ফসলের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বৃদ্ধি করে পরিবেশগত প্রতিকূলতা মোকাবেলায় সাহায্য করে।

জিংকের অভাবজনিত লক্ষণ ঃ

  • কচি পাতার গোড়া সাদা হয়, পাতা ফ্যাকাশে ও বিবর্ণ হয়।
  • গাছ ও পাতায় মরচে পড়া বাদামী রং দেখা যায়।
  • পাতার আকার ছোট হয়, কিনারা কুঁকড়ে যায়।
  • গাছের বৃদ্ধি অসম হয়, গাছ খাটো হয়।
  • ধান গাছের উপরের পাতায় ধূলাটে বাদামী দাগ এবং পাতার মধ্যশিরাতে মাঝে মধ্যে সাদা রেখা দেখা যায়।
  • ধানের টিলারিং (কুশি) কমে যায়, চিটার পরিমাণ বেড়ে যায়।
  • ফসলের পরিপক্কতা আসতে দেরি হয়।

শক্তি’র উপকারিতা ঃ

  • ক্লোরোফিল সৃষ্টি ও কার্বোহাইড্রেট গঠনে সাহায্য করে।
  • ফসলের হরমোনের কার্যকারিতা বাড়ায়
  • ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

প্রয়োগমাত্রা ঃ ১ গ্রাম/লিটার পানিতে বা ৭০-১০০ গ্রাম প্রতি বিঘা (৩৩ শতাংশ) মাটিতে মেশাতে হবে। 

প্রয়োগক্ষেত্র ঃ বিভিন্ন প্রকার সবজি যেমনÑ বেগুন, লাউ, কুমড়া, পটল, টমেটো, ঢেঁড়শ, করলা, ফুলকপি, বাঁধাকপি, শসা, সীম, মরিচ, পেঁয়াজ, রসুন ইত্যাদি সহ বিভিন্ন প্রকার শীতকালীন ও গ্রীষ্মকালীন শাক-সবজি। ধান, গম, ভূট্টা ও চা সহ বিভিন্ন প্রকার ফসল এবং আম, লিচু, পেয়ারা, লেবু, কলা, কুল, আনারস, তরমুজ ও পেঁপে সহ বিভিন্ন প্রকার ফল গাছ।

ব্যবহার বিধি ঃ প্যাকেটের সম্পূর্ণ পাউডার আধা গ্লাস পানিতে ভালোভাবে মিশিয়ে নিন। পাউডার মিশ্রিত পানি পরিমাণমত পানিতে মিশিয়ে জমিতে ভালভাবে স্প্রে করুন।

গুদামজাতকরণ ঃ শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে গুদামজাত করুন।

No comments

Powered by Blogger.