নীল আঠালো ফাঁদ

নীল আঠালো ফাঁদ

পোকামাকড় দমনের জন্য প্রযোজ্যঃ থ্রিপস্, পাতা সুড়ঙ্গকারী পোকা (লিফ মাইনার) দমনে এটি কার্যকরী। নীল রং অন্য রং এর চাইতে বেশী আকর্ষনীয় হওয়ায় এটিতে উপকারী পোকা কম আকৃষ্ট হয়।

প্রয়োগ মাত্রাঃ

  • জমিতে ১০ মিটার দূরে দূরে এটি স্থাপন করতে হবে।
  • বিঘা প্রতি (৩৩ শতাংশ) ১০ টি হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে।
  • আঠালো ফাঁদ মাঠে স্থাপনের পর প্রায় দুই মাস পর্যন্ত কার্যকরী থাকবে।

ব্যবহারে সাবধানতাঃ

  • শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
  • ব্যবহারের পর ফাঁদগুলো যেখানে সেখানে না ফেলে সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে।

No comments

Powered by Blogger.