বায়ো-ভাইরন
পরিচিতিঃ বায়ো-ভাইরন একটি পরিবেশবান্ধব উদ্ভিদজাত জৈব ভাইরাসনাশক, যার মূল উপাদান ০.১% ফিজিয়ন এ,এস। এছাড়াও এতে ৮০ প্রকার উদ্ভিদজাত উপাদান যেমন তানিন্স, স্টিলবেন, কিটোন্স, পলিসারারিডস, ফ্যাটি এসিড, ফ্যাটি এলকোহল, ষ্টেরল ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে। এটি ভাইরাস রোগ প্রতিরোধে কার্যকরী।
কার্যপদ্ধতিঃ বায়ো-ভাইরন উদ্ভিদে এক ধরনের প্রোটিন পরিবেশ তৈরি করে, যা ভাইরাস-এর পুনরুৎপাদনে কার্যকরী বাধা প্রদান করে। এছাড়াও স্প্রে করার পর গাছে ফাঙ্গাস প্রতিরোধ ক্ষমতা চালু হয়, ফলে ফাঙ্গাস স্পোর নতুন করে তৈরি হতে পারেনা, হাইফি বাধাপ্রাপ্ত হয় ফলশ্রুতিতে ফাঙ্গাস বংশবৃদ্ধি করতে পারেনা।
এটি একটি পরিবেশবান্ধব জৈব ভাইরাসনাশক
যে সকল ভাইরাসজনিত রোগ দমনে ব্যবহারযোগ্যঃ
মোজাইক ভাইরাস, পাতা মোড়ানো ভাইরাস, হলুদ শিরা মোজাইক ভাইরাস, পিভিওয়াই ভাইরাস ইত্যাদি দমনে কার্যকরী।
প্রয়োগ মাত্রাঃ ১.২ মিলি / লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে। ভাইরাস সংক্রমণের প্রাথমিক পর্যায়ে বিকেল বেলায় গাছ ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে। ব্যবহারের পূর্বে ভাইরাস বহনকারী শোষক পোকা দমন করতে হবে।
সংরক্ষণঃ শুষ্ক ও ঠান্ডা ছায়াযুক্ত স্থানে, আগুন হতে দূরে, শিশুদের নাগালের বাইরে।
No comments