বায়ো-মেকটিন (নিবন্ধন পক্রিয়াধীন)

বায়ো-মেকটিন

পোকামাকড় দমনের জন্য প্রযোজ্যঃ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, লেদা পোকা, সিমের ফল ছিদ্রকারী পোকা ও ফল আর্মিওয়ার্ম দমনে কার্যকরী।

পরিচিতি: বায়ো-মেকটিন এর মূল উপাদান এমামেকটিন বেনজয়েট ৫% এস.জি যা মাটিতে বসবাসরত ব্যাকটেরিয়া (Streptomyces avermitilis) প্রজাতি হতে নিঃসৃত একটি জৈব বালাইনাশক।

কার্যপদ্ধতিঃ এমামেকটিন বেনজয়েটের প্রবাহমান ক্ষমতার কারণে গাছ দ্রুত গ্রহন করে এবং এটি গলধ:করণের ফলে কীড়ার খাবার গ্রহণের ক্ষমতা নষ্ট হয়ে দ্রুত মারা যায়। কার্যকরী উপাদান পাতায় দীর্ঘ সময় লেগে থাকে এবং বৃষ্টি হলেও সম্পূর্ণ ধুয়ে যায় না।

প্রয়োগমাত্রাঃ ১ গ্রাম / লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে।

No comments

Powered by Blogger.