বায়ো-এলিন (নিবন্ধন পক্রিয়াধীন)
পরিচিতি ঃ বায়ো-এলিন একটি জৈব ব্যাকটেরিয়ানাশক, এর মূল উপাদান এলিসিন ৫% যা রসুনের নির্যাস থেকে তৈরি।
যে সকল রোগ দমনে ব্যবহারযোগ্য ঃ ধানের ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, সকল ফসলের ব্যাকটেরিয়াল উইল্টসহ অন্যান্য ব্যাকটেরিয়া জনিত রোগ দমনে কার্যকরী।
কার্যপদ্ধতি ঃ বায়ো-এলিন ব্যাক্টেরিয়াল সেল মেমব্রেন ধ্বংস করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ও পুনঃউৎপাদন ক্ষমতা নষ্ট করে।
মিশ্রণযোগ্যতা ঃ অর্গানো ফসফরাস ব্যতীত সকল কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক ও রাসায়নিক সার এর সাথে মিশ্রণযোগ্য।
ব্যবহার বিধি ঃ ১ মি.লি. / লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে। ব্যাকটেরিয়া সংক্রমণের প্রাথমিক পর্যায়ে বিকেল বেলায় গাছ ও গোড়ার মাটি ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে।সংরক্ষণ ঃ শুষ্ক ও ঠান্ডা ছায়াযুক্ত স্থানে, আগুন হতে দূরে, শিশুদের নাগালের বাইরে।
সতর্কতা ঃ ব্যাকটেরিয়া সংক্রমিত ফসলের জমিতে প্লাবন/ ঢালাও সেচ দেয়া যাবে না।
No comments