কিউ-ফেরো
কিউ-ফেরো কুমড়াজাতীয় ফসলের মাছি পোকা দমনের ফেরোমন টোপ
পোকামাকড় দমনের জন্য প্রযোজ্য ঃ
লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ঝিঙ্গা, পটল, কাকরোল, তেজপাতা, চিচিঙ্গা, করলা, ধুন্দল, তরমুজ ইত্যাদির ‘মাছি’ পোকা দমনে কার্যকর
পোকার আক্রমণের সময় ঃ
- ফুল আসার পূর্বে আক্রমণ করে।
ফেরোমন ফাঁদ মাঠে স্থাপনের সময় ঃ
- চারা লাগানের ৭-১০ দিনের মধ্যে জমিতে ফাঁদ স্থাপন করতে হবে।
প্রয়োগ মাত্রা ঃ
- প্রতি ১২-১৫ মিটার (২০ হাত) দূরে দূরে বর্গাকারে ফাঁদ স্থাপন করতে হবে।
- প্রতি ৩ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ (৩৩ শতক বিঘায় ১০-১২ টি টোপ) ব্যবহার করতে হবে।
- একটি টোপ তিন মাস পর্যন্ত কার্যকরী থাকে।
- মৌসুমে ১টি ফাঁদ, কাকরোল ও পটলের ক্ষেত্রে ২ বার টোপ ব্যবহার করতে হবে। (৬০ দিন পরপর)
ফেরোমন ফাঁদ তৈরী ও স্থাপন পদ্ধতি ঃ
- বৈয়মের কর্তিত অংশের মাঝ বরাবর টোপটি ঝুলিয়ে দিতে হবে।
- গাছের সমউচ্চতায় ফেরোমন ফাঁদটি স্থাপন করতে হবে।
- ত্রিকোনাকার ভাবে কর্তিত অংশ উত্তর-দক্ষিণ বরাবর থাকবে।
ফেরোমন ফাঁদ ব্যবহারে সতর্কতা ঃ
- ৪-৫ দিন পরপর সাবান মিশ্রিত পানি পরিবর্তন করতে হবে।
- প্যাকেট কাটার পর পরই লিউর/টোপ ব্যবহার করতে হবে।
- লিউর/টোপ কোন অবস্থাতেই পানিতে ভেজানো যাবে না, ভিজে গেলে টোপ পরিবর্তন করতে হবে।
- তৈরি করা ফাঁদটি এক মৌসুমের বেশি ব্যবহার করা যাবে না।
সংরক্ষণ ঃ ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন।
জৈব বালাইনাশক ব্যবহারে সুবিধাসমূহ ঃ
- ফেরোমন ব্যবহারে ফসল উৎপাদনের খরচ অনেক কম।
- পরিবেশের ভারসাম্য রক্ষা করে কার্যকরীভাবে ফসলের কীটপতঙ্গ দমন হয়।
- ফেরোমন ব্যবহারে কীটপতঙ্গের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরী হয় না।
- কীটনাশকের মত বার বার প্রয়োগের প্রয়োজন পড়ে না।
No comments