ফেরোমন

ফেরোমন ফাঁদ

পরিচিতিঃ ফেরোমনের কার্যকারিতা অনেকটাই নির্ভর করে ব্যবহৃত ট্র্যাপের উপর। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত পানি ফাঁদ এর মৌলিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ইস্পাহানি এগ্রো লিমিটেড তৈরী করেছে ফেরোমন ট্রাপ বা ফাঁদ যা ক্ষতিকারক বিভিন্ন পোকা দমনে অধিক কার্যকরী এবং টেকসই।

বৈশিষ্টঃ

  • এই ফাঁদটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অরিজিন ওয়াটার ট্র্যাপের মানদণ্ডে তৈরি
  • ফাঁদ দুটি অংশ সহ একটি বালতি মত দেখায়: ক্যাপ এবং বডি
  • ক্যাপ গোলাকার এবং রঙ লাল
  • দেহটি স্বচ্ছ এবং দুটি দিক ত্রিভুজ আকারে কাটা
  • পরিবহন সহজ
  • সব ধরনের ফেরোমন কীটনাশক ব্যবহার করতে পারেন

ট্র্যাপে ফেরোমন টোপ ঝুলানো ও জমিতে স্থাপন পদ্ধতি:

  • ট্র্যাপ এর ত্রিকোণাকারভাবে কর্তিত অংশের মাঝ বরাবর তার দিয়ে ফেরোমন লিউর/ টোপটি ঝুলিয়ে দিতে হবে।
  • ট্র্যাপ এর তলায় গুড়া সাবান মিশ্রিত পানি এমনভাবে দিতে হবে যাতে টোপটি পানির ১ ইঞ্চি উপরে থাকে।
  • ত্রিকোণাকারভাবে কর্তিত অংশ উত্তর-দক্ষিণ বরাবর রাখা উত্তম।
  • ৪/৫ দিন পরপর মরা পোকাসহ সাবান মিশ্রিত পানি ফেলে নতুনভাবে গুঁড়া সাবান মেশানো পানি দিতে হবে।
  • ফুল ও ফল যে উচ্চতায় থাকে সে উচ্চতায় ফেরোমন ফাঁদটি দুটি খুঁটির সাহায্যে শক্তভাবে বেঁধে দিতে হবে অথবা গাছে ঝুলিয়ে দিতে হবে। 

No comments

Powered by Blogger.