আই-ব্রাকন

 আই-ব্রাকন


আই-ব্রাকন কীড়া নষ্টকারি পরজীবি পোকা

অনিষ্টকারী পোকার কীড়া নষ্টকারী পরজীবি পোকা, অত্যন্ত বিধ্বংসী এবং আক্রমণ প্রবণ। মাজরা বা বিটল জাতীয় শক্র পোকার নরম ও শুং বিহীন কীড়ায় পরজীবায়ন করে থাকে। স্ত্রী ব্রাকন তার ডিম পাড়ার অঙ্গ বা অভিপজিটর দিয়ে অনিষ্টকারী পোকার কীড়ার মধ্যে বিষ ঢুকিয়ে দেয়। ভেনম বা বিষ আক্রান্ত অনিষ্টকারী পোকার কীড়া অবশ হয়ে যায় এবং স্ত্রী ব্রাকন হেবিটর পরবর্তীতে অবশ হওয়া কীড়ার শরীরের উপর ডিম পাড়ে। ডিম ফুটে ব্রাকনের কীড়া বের হয়ে কীড়ার শরীরের বিভিন্ন অংশ খেয়ে বৃদ্ধি প্রাপ্ত হয়।

ফসলের মাঠে ব্রাকন হেবিটর  অবমুক্ত করার নিয়ম :

  • প্লাস্টিকের কৌটায় রক্ষিত ব্রাকন হেবিটর মুখ খুলে হাতের তালু দিয়ে বন্ধ করে নিয়ে জমির এক পার্শ্ব হতে অবমুক্ত করা শুরু করতে হবে।  
  • প্রতি শতাংশ জমির জন্য ৬-৮টি হারে ব্রাকন হাতের তালু হালকাভাবে খুলে অবমুক্ত করতে হবে।
  • এভাবে এক বৈয়ম বা কৌটা ব্রাকন হেবিটর এক হেক্টর জমিতে অবমুক্ত করতে হবে যা শেষ ফসল সংগ্রহ পর্যন্ত চলমান রাখতে হবে।


No comments

Powered by Blogger.