হেলিকো-এনপিভি
হেলিকো-এনপিভি একটি অণুজীব (উপকারী ভাইরাস) সমৃদ্ধ জৈব বালাইনাশক
পোকামাকড় দমনের জন্য প্রযোজ্যঃ তুলার বলওয়ার্ম, টমেটোর ফল ছিদ্রকারী পোকা দমনে অত্যন্ত কার্যকরি।
পরিচিতি: হেলিকো-এনপিভি একটি অণুজীব (উপকারী ভাইরাস) সমৃদ্ধ জৈব বালাইনাশক যা টমেটোর ফল ছিদ্রকারী পোকা ও তুলার বল ওয়ার্ম দমনে কার্যকরী।
কার্যপদ্ধতি:
- কীড়া ছোট থাকা অবস্থায় (১ম ও ২য় ধাপ) হেলিকো-এনপিভি ব্যবহার করা উত্তম
- মাঠে পোকা দেখার পরপরই একবার এবং ৬/৭ দিন পর পুনরায় হেলিকো-এনপিভি স্প্রে করতে হবে
প্রয়োগমাত্রাঃ ০.২ গ্রাম (৩ গ্রাম/১৫ লিটার) প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
No comments