বায়ো-ক্লিন

বায়ো-ক্লিন

পরিচিতি ঃ বায়ো-ক্লিন এর কার্যকরী উপাদান ডি-লিমোনিন ৫% এসএল যা লেবু জাতীয় ফলের খোসা থেকে নিষ্কাশন করা হয়।
যে সকল পোকা দমনে ব্যবহারযোগ্য ঃ বেগুনের হোয়াইট ফ্লাই দমনে কার্যকরী।
কার্যপদ্ধতি ঃ

  • পোকার এপিডার্মিসের উপরে মোমের স্তরকে  (Waxy Layer)  ধ্বংস করে।
  • পোকার সন্ধিস্থল নষ্ট করে পাখার ক্ষমতা ধ্বংস করে।
  • পোকা পানি স্বল্পতায় ভোগে এবং মারা যায়।
  • সাদামাছির ক্ষেত্রে স্প্রে করার সাথে সাথে সাদামাছি মারা যায়।

মিশ্রণযোগ্যতা ঃ অর্গানো ফসফরাস কীটনাশক ব্যতীত সকল কিছুর সাথে মিশ্রণযোগ্য।
ব্যবহার বিধি ঃ প্রতি লিটার পানিতে ১ মি.লি. হারে মিশিয়ে ব্যবহার করতে হবে।
সংরক্ষণ ঃ শুষ্ক ও ঠান্ডা ছায়াযুক্ত স্থানে, আগুন হতে দূরে, শিশুদের নাগালের বাইরে।
সতর্কতা ঃ প্রয়োগের ৩-৪ দিন পর থেকেই ফসল সংগ্রহ করা যায়।

No comments

Powered by Blogger.