বায়ো-বোরার (নিবন্ধন পক্রিয়াধীন)
বায়ো-বোরার হল একটি অণুজীব সমৃদ্ধ জৈব বালাইনাশক
পোকামাকড় দমনের জন্য প্রযোজ্যঃ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, ঢেড়শ, সীম ও বরবটির পড বোরার, টমেটোর ফল ছিদ্রকারী পোকা, ধানের মাজরা পোকা, চায়ের লুপার, পাটের বিছা পোকা ইত্যাদি
পরিচিতি: বায়ো-বোরার হল একটি অণুজীব সমৃদ্ধ জৈব বালাইনাশক যা বেসিলাস্ থুরিনজিয়েনসিস্ এবং এমামেক্টিন বেনজয়েট এর সমন্বয়ে গঠিত। বেসিলাস্ থুরিনজিয়েনসিস্ হলো একটি উপকারী ব্যাকটেরিয়া এবং এমামেক্টিন বেনজয়েট হলো ব্যাকটেরিয়া (Streptomyces avermitilis) হতে ফারমেনটেশন প্রক্রিয়ায় তৈরি একটি জৈব বালাইনাশক।
কার্যপদ্ধতি: পাতায় স্প্রে করার পর পোকার কীড়া যখন পাতাটি খায়, বিটি টক্সিন তখন পোকাটির অন্ত্রে প্রবেশ করে এবং ক্ষারীয় পরিবেশে সক্রিয় হয়ে ডেল্টা এন্ডোটক্সিন তৈরি করে পাকস্থলির কার্যকারিতাকে নষ্ট করে দেয় ফলে পোকাটি রক্তদূষণ ও খেতে না পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। এছাড়াও এমামেকটিন বেনজয়েটের প্রবাহমান ক্ষমতার কারণে গাছ এটিকে দ্রুত গ্রহণ করে এবং এটি গলধ:করণের ফলে কীড়ার খাবার গ্রহনের ক্ষমতা নষ্ট হয় ফলে কীড়াটি দ্রুত মারা যায়।
প্রয়োগমাত্রাঃ ১-১.৫ মিলি / লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে।
No comments