হাইব্রিড ঢেঁড়শ রেড ফিঙ্গারআগাম উচ্চ ফলনশীল হাইব্রিড, ছোট গাছেই গিটে গিটে ফল ধরে, ফল গাঢ় লাল বর্ণের, ফলের দৈর্ঘ্য ৪-৫ ইঞ্চি, দীর্ঘ দিন সংরক্ষণ করা যায়। মোজাইক ও লীফ কার্ল ভাইরাস সহনশীল। ফসল সংগ্রহ: বপনের ৪৫-৫০ দিন পর। একর প্রতি ফলন ১০-১২ টন।
No comments