ফউলিজেন

ফউলিজেন

ফউলিজেন বিধ্বংসী পোকা ফল আর্মিওয়ার্ম দমনের জন্য একটি অত্যন্ত কার্যকরী জৈব বালাইনাশক

পোকামাকড় দমনের জন্য প্রযোজ্যঃ ফল আর্মিওয়ার্ম দমনে কার্যকরী

পরিচিতি : ফল আর্মিওয়ার্ম পোকার বৈজ্ঞানিক নাম Spodoptera frugiperda, যা পৃথিবীব্যাপি একটি মারাত্মক ক্ষতিকারক এবং বিধ্বংসী পোকা হিসাবে পরিচিত। এটি ভূট্টা, সরগম, তুলা, বাদাম, তামাক, বিভিন্ন ফল ও সবজিসহ  প্রায় ৮০টি ফসলে আক্রমণ করে থাকে। ফউলিজেন বিধ্বংসী পোকা ফল আর্মিওয়ার্ম দমনের জন্য একটি অত্যন্ত কার্যকরী জৈব বালাইনাশক। এটি মূলতঃ পোকার শরীরে রোগ সৃষ্টি করে তাকে মেরে ফেলে।

পোকা চেনার উপায় : ফল আর্মিওয়ার্মের কীড়ার মাথায় উল্টা ইংরেজি ওয়াই (Y) এর মত দাগ রয়েছে এবং পিছনের অংশে চারটি কালো ডট এর মত দাগ রয়েছে। পূর্ণাঙ্গ কীড়া ১.৫-২ ইঞ্চি লম্বা হয়।

প্রয়োগমাত্রাঃ

  • প্রতি লিটার পানিতে ১ মিলি হারে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে।
  • পড়ন্ত বিকেল বেলা ফউলিজেন স্প্রে করার উপযুক্ত সময়। বৃষ্টিস্নাত দিন এবং অতিরিক্ত সূর্য রশ্মি পরিহার করুন।
  • পাতার উপর ও নিচের অংশ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
  • আক্রমন শুরু হওয়ার সাথে সাথে প্রয়োগ করা বাঞ্ছনীয়।

No comments

Powered by Blogger.