ব্যাকট্রো-ডি
আম, পেয়ারা ও কমলা ফলের মাছি পোকা দমনের ফেরোমন টোপ....
আক্রমণের সময় ঃ এপ্রিল-মে মাসেপোকার আক্রমণ বেশি দেখা যায়, ফল পাকার আগে পর্যন্ত এর আক্রমণ চলতে থাকে।
মাঠে ফেরোমন ফাঁদ স্থাপনের সময় ঃ ফল মার্বেল আকৃতির হলেই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হব, ফল সংগ্রহ করা পর্যন্ত ফাঁদ মাঠে রাখতে হবে।
প্রয়োগ মাত্রা ঃ
- প্রতি ১২-১৫ মিটার (২০ হাত) দূরে দূরে বর্গাকারে ফাঁদ স্থাপন করতে হবে।
- প্রতি ৩ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ (৩৩ শতক বিঘায় ১০-১২ টি ফাঁদ।
- বড় গাছের ক্ষেত্রে ১টি করে ফেরোমন ফাঁদ।
- মৌসুমে ১টি ফাঁদ, ফজলি ও আশ্বিনার মত জাতসমূহে ২টি ফাঁদ।
ফেরোমন ফাঁদ তৈরী ও স্থাপন পদ্ধতি ঃ
- বৈয়মের কর্তিত অংশের মাঝ বরাবর টোপটি ঝুলিয়ে দিতে হবে।
- হাতের নাগালের উচ্চতায় ফেরোমন ফাঁদটি স্থাপন করতে হবে।
- ত্রিকোনাকার ভাবে কর্তিত অংশ উত্তর-দক্ষিণ বরাবর থাকবে।
ফেরোমন ফাঁদ ব্যবহারে সতর্কতা ঃ
- ৪-৫ দিন পরপর সাবান মিশ্রিত পানি পরিবর্তন করতে হবে।
- প্যাকেট কাটার পর পরই লিউর/টোপ ব্যবহার করতে হবে।
- লিউর/টোপ কোন অবস্থাতেই পানিতে ভেজানো যাবে না, ভিজে গেলে টোপ পরিবর্তন করতে হবে।
- তৈরি করা ফাঁদটি এক মৌসুমের বেশি ব্যবহার করা যাবে না।
সংরক্ষণ ঃ ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন।
জৈব বালাইনাশক ব্যবহারে সুবিধাসমূহ ঃ
- ফেরোমন ব্যবহারে ফসল উৎপাদনের খরচ অনেক কম।
- পরিবেশের ভারসাম্য রক্ষা করে কার্যকরীভাবে ফসলের কীটপতঙ্গ দমন হয়।ফে
- রোমন ব্যবহারে কীটপতঙ্গের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরী হয় না।
- কীটনাশকের মত বার বার প্রয়োগের প্রয়োজন পড়ে না।ৃও
No comments